নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া সুরমা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ। নিহত সুরমা বেগম বিষপান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত সুরমা বেগম (২৬) উপজেলার চরকিং ইউনিয়ন ১নং ওয়ার্ডের বাসিন্দা রিপন মেস্তুরির বাড়ির মোঃ রিপনের( ৩৩) স্ত্রী।
পুলিশ জানায়, ১৩ডিসেম্বর রোজ মঙ্গলবার আনুমানিক
সকাল ১০টার দিকে গৃহবধূ পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়, পরে বিষের যন্ত্রণায় ছটফট করিলে ভিকটিমের শাশুড়ি দেখতে পেয়ে চিৎকার দেন। এসময় পাড়া প্রতিবেশীর সহযোগিতায় ভিকটিমকে জরুরী ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলটা ৫টার সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিপোর্ট লেখা পর্যন্ত প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
উল্লেখ্য যে নিহত সুরমা বেগমের ঘরে দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
হাতিয়া থানার ডিএসবি মো জামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন ।