শনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অন্যান্য…
  2. অপরাধ
  3. করোনা আপডেট
  4. ক্যাম্পাস
  5. জাতীয়
  6. জেলার খবর
  7. প্রবাসে বাংলা
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. সারাবিশ্ব
  11. স্পোর্টস

শিক্ষা হতে হবে জাতির মান দন্ড।

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৬:২৩ পূর্বাহ্ণ

১৯৭১ সালের মুক্তি যুদ্ধের মূলমন্ত্র ছিলো স্বাধীনতা। মানে বাঙালি জাতির একটা স্বাধীন সত্তাধিকারী পাওয়াটাই ছিলো স্বাধীনতার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। মিথ্যা হলো পরাধীনতার আরেকটা ধাপ। আমরা এ স্বাধীন বাংলাদেশের সঠিক ইতিহাস পড়েছি এবং সঠিক ইতিহাস জেনেছি। একটা বিষয়ে আমরা পরিষ্কার যে, এদেশের মানুষের জন্য সঠিক শিক্ষা লাভও ছিলো স্বাধীনতা চাওয়ার আরেকটা কারন।

শিক্ষা যদি দেশের মানুষের অনুভূতির বাইরে যায়, তখন সেই শিক্ষার উপরে মানুষ থু থু ছিটাবে। বাংলাদেশের জনসংখ্যার বড় একটা অংশ মুসলমান। এদেশের মানুষ ওপেন যৌন সুড়সুড়ি মূলক শিক্ষা অর্জন করতে চায় না। হিন্দু, খ্রিস্টান কিংবা অন্যান্য ধর্মালম্বীরাও যারা বাংলাদেশে বসবাস করে তারাও কোনদিন চায় না তার মেয়ে কিংবা ছেলে পাঠ্যপুস্তক থেকে ওপেন যৌন সুড়সুড়ি মূলক শিক্ষা অর্জন করুক। ওপেন যৌন সুড়সুড়ি মূলক শিক্ষা এদেশের সকল ধর্মের মানুষের মূল্যবোধের অন্তরায়।

কোন জাতি কখনো ইতিহাসকে মিথ্যার মধ্য দিয়ে শিখতে চায় না। পৃথিবীর একান্ত খারাপ মানুষটাও সত্য ইতিহাসকে জানতে চায়। মিথ্যা ইতিহাসকে মিথ্যা জানার পরে শিক্ষার্থীরা ওগরিয়ে ফেলে দিতে চায়। কারন সত্যকে সকলেই জানতে চায়। মুক্তিযুদ্ধের ইতিহাস এদেশের প্রতিটা মানুষেরই মনের খোরাক। প্রতিটা মানুষেরই মুক্তিযুদ্ধের ইতিহাস জানার অপরিসীম আগ্রহ থাকে। মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে এদেশের ছেলে মেয়েদের মনে সাহস সঞ্চার হয়। কিন্তু যখন মুক্তিযুদ্ধের মিথ্যা ইতিহাস কাউকে শিখানো হবে, সেটা কোন একদিন ঐ শিক্ষার্থী বুঝতে পারার পরে শিক্ষার প্রতি তাদের আগ্রহ নড়বড়ে হয়ে যায়। মিথ্যা ইতিহাস সংকলনকারীর মুখে শিক্ষার্থীরা থু থু ছিটাতে চাইবে।

জাতির কল্যানের জন্য শিক্ষায় একটা ভিত্তি থাকা বাঞ্ছনীয়। ২০০৮ সালের পূর্বে যে শিক্ষা ব্যবস্থা ছিলো তা এদেশের নবীনদের জন্য এমনকি সার্বিক মানুষের কল্যান বয়ে আনার জন্য যথেষ্ট ছিলো। ২০০৮ এর পর থেকে একটু একটু করে পরিবর্তন আনা শুরু করলো শিক্ষাবীদরা শিক্ষা ব্যবস্থায়। ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থায় ধ্বস নামাতে শুরু করলো। ২০১২ সালের পর থেকে গনিতসহ সবগুলো পাঠ্যবইয়ে সৃজনশীল পদ্ধতি চালু করে শিক্ষা ব্যবস্থায় একটা বড় ধ্বস নামালো শিক্ষাবীদরা। শিক্ষার্থীরা ভালো রেজাল্ট তথা এ+ এর বস্তা আনা শুরু করলো। কিন্তু শিক্ষার মান এতই তলানীতে পৌছালো, যা আরও ৫০ বছর এই জাতিকে ভোগাবে। রেজাল্টের বস্তা নাদুস নুদুস, কিন্তু ভিতরে পচা, দুর্গন্ধযুক্ত ফল।

২০২৩ শিক্ষা কারিকুলাম যদি কোন সুস্থ মানুষ অধ্যয়ন করে, সে অসুস্থ হয়ে যাবে। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের যে নতুন পাঠ্যপুস্তক তা সম্পূর্ণ বই ভুলে ভরা। কিছু কিছু ক্ষেত্রে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। শিক্ষার সিস্টেমে আনা হয়েছে পরিবর্তন, যা থেকে সুশিক্ষা লাভের চেয়ে কুশিক্ষাই বেশি পাবে জাতি। এছাড়া গনিত বইটাতে যে সিস্টেমে গনিত সাজানো হয়েছে তা থেকে এদেশের শিক্ষার্থীরা আগের মতো কিছু শিখতে পারবে না। আগের টু-থ্রি-তে যে সিস্টেমে শিখানো হতো সেই সিস্টেম এখন ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনীর গনিত বইয়ে। বাস্তব শিক্ষার বড়ই অভাব। এটা জাতি ধ্বংসের জন্য বড় ভূমিকা পালন করবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিদায় নেয়ার পরে সবার ধারনা ছিলো শিক্ষামন্ত্রী দিপুমনি হয়তো শিক্ষাটাকে আবারও মানুষের কল্যানের জন্য তৈরি করবে। কিন্তু দিপুমনির আমলে শিক্ষা ব্যবস্থায় যে বেহাল দশা হয়েছে এবং হচ্ছে তাতে অচিরেই বাংলাদেশের বাঙ্গালিরা এক সময় সকলেই মেধাশূন্য হয়ে পড়বে।

জাতীয় পাঠ্যপুস্তককে রাজনৈতিক ফায়দা লাভের উপাদান মনে না করে একটা জাতির চলার দিক নির্দেশক হিসেবে ভাবতে হবে। তাহলেই শিক্ষা জাতির কল্যানে আসবে। সত্য উম্মোচন হবেই একদিন। মিথ্যা পঁচে দুর্গন্ধ হয়ে একদিন নর্দমার কীটে পরিনত হবে। সর্বশেষ কথা হলো, “শিক্ষা হতে হবে জাতির মান দন্ড”।

কলাম লেখক:
ইঞ্জি. লোকমান হোসেন।

সর্বশেষ - অন্যান্য…

আপনার জন্য নির্বাচিত

খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব এবং সাংবাদিকদের মতবিনিময় সভা

নোয়াখালীর হাতিয়া বিষপানে গৃহবধূর আত্মহত্যা

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

বড়বগী ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে জমে উঠেছে উপ-নির্বাচন!! ভোটের দিকে শাহ আলম রয়েছে এগিয়ে…

ব্যাংকে টাকা না থাকা নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী 

জাতীয় বডি বিল্ডিংয়ে মিষ্টার বাংলাদেশ কে এই রংপুরের আহসানুল হক

বরগুনার তালতলীর ইউপি নির্বাচন।। ঘুম নেই  প্রার্থীদের,রাত পোহালেই অনুষ্ঠিত হবে ভোট গ্রহন!!

তালতলীতে ক্রেতা সেজে গাঁজা ব্যবসায়ীকে ধরলো পুলিশ

শিক্ষা হতে হবে জাতির মান দন্ড।

শারিকখালী ইউনিয়ন পরিষদ  নির্বাচনে বিভিন্ন ইস্যুতে এগিয়ে জাকির হোসেন বাবুল হাওলাদার

0
Would love your thoughts, please comment.x
()
x