নিজস্ব প্রতিবেদকঃ আসছে ১৬ই মার্চ ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের সর্বত্র বইছে এখন নির্বাচনী হাওয়া। অপরদিকে নির্বাচনের দিন তারিখ ও সময় যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার প্রচারণা দিন দিন ততই বৃদ্ধি পাচ্ছে। এ ইউনিয়নে পাঁচ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে এক জন প্রার্থীর প্রচার প্রচারনা চোখে না পরলে ও অন্য ৪ জন প্রার্থী তাদের নিজ নিজ নির্বাচনী প্রতীক নিয়ে ব্যাপক পরিসরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। ব্যাপক প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটে চলছে ভোটারদের দারে দারে। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান মো: আবুল বাশার বাদশা তালুকদার নৌকা প্রতিক নিয়ে, সাবেক চেয়ারম্যান মো: জাকির হোসেন বাবুল হাওলাদার আনারস প্রতিক নিয়ে, বিশিষ্ট ব্যাবসায়ী মো: নিজাম উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে, বারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য মো: ফারুক হোসেন ফারুক খান হাতপাখা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকাসূত্রে জানা যায়, এবারের নির্বাচনে এ ইউনিয়নে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা থাকলে ও সাবেক চেয়ারম্যান মো: জাকির হোসেন বাবুল হাওলাদার ভোটের দিক দিয়ে অন্যান্য প্রার্থীর চেয়ে এ নির্বাচনে অনেক এগিয়ে রয়েছে।