নিজস্ব প্রতিনিধিঃ আসছে ১৬ই মার্চ বরগুনার তালতলী উপজেলার ৫ নং বড়বগী ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে উপ-নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে ৮ নং ওয়ার্ডে বইছে এখন নির্বাচনী হাওয়া। অপরদিকে নির্বাচনের দিন তারিখ ও সময় যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার প্রচারণা দিন দিন ততই বৃদ্ধি পাচ্ছে। ইউপি সদস্য ছোমেদ মোল্লার মৃত্যুতে উপ-নির্বাচনে জসিম উদ্দিন মোল্লা মাঠে নেমেছেন।এ ওয়ার্ডে তিন জন মেম্বার প্রার্থীর মধ্যে এক জন প্রার্থীর প্রচার প্রচারনা চোখে না পরলেও অন্য ২ জন প্রার্থী তাদের নিজ নিজ নির্বাচনী প্রতীক নিয়ে ব্যাপক পরিসরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। ব্যাপক প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটে চলছে ভোটারদের দারে দারে।ভোটাররাও হিসাব মিলাচ্ছে তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে। প্রার্থীদের মধ্যে সাবেক ইউপি সদস্য নূর আলম মুন্সি তালা প্রতিক নিয়ে,ছোমেদ মোল্লার ছেলে জসিম উদ্দিন মোল্লা ফুটবল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এলাকাসূত্রে জানা যায়, এবারের নির্বাচনে এ ওয়ার্ডে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা থাকলেও শাহ আলম হাওলাদার মোরগ প্রতিক নিয়ে ভোটের দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছেন।