মোঃমিজানুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ তালতলী উপজেলার ইউপি নির্বাচনী মাঠ এখন নিস্তব্দ। ঘুম নেই প্রার্থীদের। রাত পোহালেই অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। আগামী কাল ১৬ই মার্চ বৃহস্পতি বার তালতলী উপজেলার ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে চায়ের দোকান থেকে শুরু করে ইউনিয়নের সর্বত্র চলছে এখন নির্বাচনী জল্পনা- কল্পনা। অন্যদিকে নির্বাচনের দিন তারিখ ও সময় ঘনিয়ে আসায় নির্বাচনী প্রচার প্রচারনা বিধি মোতাবেক বন্ধ হওয়ায়-সর্বত্র চলছে এখন শুধু জল্পনা- কল্পনা। আজ বুধবার রাত পোহালেই আগামী কাল বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। ভোটারা হিসাব মিলাচ্ছেন কে হবেন আগামী ৫ বছরের জন্য শারিকখালী ইউনিয়নের কর্নধর। এদিকে রাতের ঘুম হারাম করে প্রার্থীরা ছুটে চলছেন ভোটারদের দারে দারে। এ ইউনিয়নে পাঁচ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে এক জন প্রার্থীর প্রচার প্রচারনা চোখে না পরলেও অন্য ৪ জন প্রার্থী তাদের নিজ নিজ নির্বাচনী প্রতীক নিয়ে ব্যাপক পরিসরে নির্বাচনী বিধিমালা মেনে প্রচার প্রচারণা চালিয়েছেন। ব্যাপক প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দারে দারে। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান মো: আবুল বাশার বাদশা তালুকদার নৌকা প্রতিক নিয়ে, সাবেক চেয়ারম্যান মো: জাকির হোসেন বাবুল হাওলাদার আনারস প্রতিক নিয়ে, বিশিষ্ট ব্যাবসায়ী মো: নিজাম উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে, বারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য মো: ফারুক হোসেন ফারুক খান হাতপাখা প্রতিক নিয়ে ভোটারদের দারে দারে ঘুরছেন। অপর প্রার্থী সাবেক কড়ইবাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য মোসা: এলিচ চশমা প্রতিক নিয়ে মাঠ চুসে না বেড়ালেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিজ্ঞ রাজনৈতিক মহল ও এলাকাসূত্রে জানা যায়, এবারের নির্বাচনে এ ইউনিয়নে ত্রি-মুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।